বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক বলেছেন, তারেক রহমান জাতীয় শিক্ষায় আল কুরআন বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছেন। ঢাকার পল্লবীতে ওলামা-মাশায়েখদের এক সভায় তিনি বলেন, বিএনপি ইসলামি মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং মানবিক বাংলাদেশ গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিহার্য। তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় ধর্মীয় স্বাধীনতা ও আলেমদের সম্মান সংরক্ষিত আছে বলেও তিনি দাবি করেন। সভায় অংশ নেন বিভিন্ন ওলামা ও মাশায়েখরা। আমিনুল বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ভাইয়েরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা সেই ত্যাগকে স্মরণ করে সমাজকে নতুনভাবে গড়তে চাই। এই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করছি।’