বিএনপির কেন্দ্রীয় নেতা আমিনুল হক বলেছেন, তারেক রহমান জাতীয় শিক্ষায় আল কুরআন বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছেন। ঢাকার পল্লবীতে ওলামা-মাশায়েখদের এক সভায় তিনি বলেন, বিএনপি ইসলামি মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং মানবিক বাংলাদেশ গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিহার্য। তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় ধর্মীয় স্বাধীনতা ও আলেমদের সম্মান সংরক্ষিত আছে বলেও তিনি দাবি করেন। সভায় অংশ নেন বিভিন্ন ওলামা ও মাশায়েখরা। আমিনুল বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ভাইয়েরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা সেই ত্যাগকে স্মরণ করে সমাজকে নতুনভাবে গড়তে চাই। এই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করছি।’
বিএনপি ইসলামি মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তারেক রহমান শিক্ষা ব্যবস্থায় আল কুরআনকে জাতীয় পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছেন: আমিনুল হক