Web Analytics

করমুক্ত পরিবেশ, নিরাপদ বিনিয়োগ ও বিলাসবহুল জীবনযাপনের কারণে দুবাই এখন বিশ্ব ক্রীড়াতারকাদের অন্যতম প্রিয় ঠিকানা। সম্পত্তি কর বা উত্তরাধিকার কর না থাকায় খেলোয়াড়েরা এখানে বিনিয়োগ করছেন দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা ও জীবনযাপনের অভিজ্ঞতা একসঙ্গে পেতে।

ক্রিস্টিয়ানো রোনালদো জুমেইরা বে আইল্যান্ডে ৩ কোটি ডলারের জমি ও বুর্জ খলিফার সামনে একটি পেন্টহাউসের মালিক। ডেভিড ও ভিক্টোরিয়া বেকহাম পাম জুমেইরার ভিলা ও বুর্জ খলিফায় অ্যাপার্টমেন্ট কিনেছেন। নেইমার বুগাত্তি রেসিডেন্সেসে ‘স্কাই ম্যানশন পেন্টহাউস’ কিনেছেন, যা ২০২৭ সালে উদ্বোধন হবে। রজার ফেদেরারের লে রেভ টাওয়ারের পেন্টহাউসের দাম প্রায় ৮ কোটি ৬০ লাখ দিরহাম। ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখার পেয়েছেন ‘দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস’-এর একটি দ্বীপ উপহার হিসেবে। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা পাম জুমেইরার ভিলায় থাকেন ও পরিচালনা করছেন নিজস্ব টেনিস একাডেমি।

এই বিনিয়োগের ধারা দেখায়, দুবাই কেবল অর্থনৈতিক নয়, বরং ক্রীড়াতারকাদের জীবনধারার প্রতীকী কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!