Web Analytics

করমুক্ত পরিবেশ, নিরাপদ বিনিয়োগ ও বিলাসবহুল জীবনযাপনের কারণে দুবাই এখন বিশ্ব ক্রীড়াতারকাদের অন্যতম প্রিয় ঠিকানা। সম্পত্তি কর বা উত্তরাধিকার কর না থাকায় খেলোয়াড়েরা এখানে বিনিয়োগ করছেন দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা ও জীবনযাপনের অভিজ্ঞতা একসঙ্গে পেতে।

ক্রিস্টিয়ানো রোনালদো জুমেইরা বে আইল্যান্ডে ৩ কোটি ডলারের জমি ও বুর্জ খলিফার সামনে একটি পেন্টহাউসের মালিক। ডেভিড ও ভিক্টোরিয়া বেকহাম পাম জুমেইরার ভিলা ও বুর্জ খলিফায় অ্যাপার্টমেন্ট কিনেছেন। নেইমার বুগাত্তি রেসিডেন্সেসে ‘স্কাই ম্যানশন পেন্টহাউস’ কিনেছেন, যা ২০২৭ সালে উদ্বোধন হবে। রজার ফেদেরারের লে রেভ টাওয়ারের পেন্টহাউসের দাম প্রায় ৮ কোটি ৬০ লাখ দিরহাম। ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখার পেয়েছেন ‘দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস’-এর একটি দ্বীপ উপহার হিসেবে। ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা পাম জুমেইরার ভিলায় থাকেন ও পরিচালনা করছেন নিজস্ব টেনিস একাডেমি।

এই বিনিয়োগের ধারা দেখায়, দুবাই কেবল অর্থনৈতিক নয়, বরং ক্রীড়াতারকাদের জীবনধারার প্রতীকী কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!