বৃহস্পতিবার বিকালে রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- সুবেল চাকমা ও বিন্দুময় চাকমা। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। এ নিয়ে লে. কর্নেল মাসুদ রানা বলেন, ‘ইউপিডিএফ দীর্ঘদিন মারিশ্যা-দিঘিনালা সড়কের ১১ কিলোমিটার ও শুকনাছড়া এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এমন অভিযান অব্যহত থাকবে।'