বৃহস্পতিবার বিকালে রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- সুবেল চাকমা ও বিন্দুময় চাকমা। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। এ নিয়ে লে. কর্নেল মাসুদ রানা বলেন, ‘ইউপিডিএফ দীর্ঘদিন মারিশ্যা-দিঘিনালা সড়কের ১১ কিলোমিটার ও শুকনাছড়া এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এমন অভিযান অব্যহত থাকবে।'
রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।