Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিন ধরনের ঝুঁকি চিহ্নিত করেছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনী মোবাইল কোর্ট আইনের আওতায় বিচারিক ক্ষমতা ও ভোটের দিন ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি চেয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সেনাবাহিনীর প্রতিনিধি এই প্রস্তাব দেন। তবে ইসি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, দীর্ঘদিন ভোট না হওয়ায় অতিরিক্ত উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতে পারে, যা প্রথম ঝুঁকি। দ্বিতীয় ঝুঁকি হিসেবে তিনি একটি পক্ষের পরিকল্পিত নাশকতার আশঙ্কা এবং তৃতীয় ঝুঁকি হিসেবে কালো টাকা, জাল টাকা ও সীমান্তপারের সংযোগের কথা উল্লেখ করেন।

নির্বাচন ঘনিয়ে আসায় ইসি সেনাবাহিনীর প্রস্তাব ও ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!