Web Analytics

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পেয়েছেন। রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এলাকাবাসী ও সাধারণ জনগণের প্রতি নির্বাচনী প্রচারণা, জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম পরিচালনায় আর্থিক সহযোগিতা ও দোয়ার আহ্বান জানান।

ভিডিওতে ফুয়াদ বলেন, বরিশাল-৩ আসনের প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালানো ব্যয়বহুল ও কঠিন, তাই সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ‘জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম’-এ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তাঁর ফেসবুক পোস্টে বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবের তথ্যও যুক্ত করা হয়েছে, যাতে ইচ্ছুকরা আর্থিক সহায়তা দিতে পারেন।

এই আহ্বানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে তাঁর সততা ও সরলতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বাস্তবতার আলোকে বিষয়টি বিশ্লেষণ করছেন। হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয় সাত লক্ষ টাকার কিছু বেশি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!