আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা পেয়েছেন। রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এলাকাবাসী ও সাধারণ জনগণের প্রতি নির্বাচনী প্রচারণা, জনসংযোগ, যাতায়াত ও প্রচার কার্যক্রম পরিচালনায় আর্থিক সহযোগিতা ও দোয়ার আহ্বান জানান।
ভিডিওতে ফুয়াদ বলেন, বরিশাল-৩ আসনের প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালানো ব্যয়বহুল ও কঠিন, তাই সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ‘জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম’-এ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তাঁর ফেসবুক পোস্টে বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবের তথ্যও যুক্ত করা হয়েছে, যাতে ইচ্ছুকরা আর্থিক সহায়তা দিতে পারেন।
এই আহ্বানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে তাঁর সততা ও সরলতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বাস্তবতার আলোকে বিষয়টি বিশ্লেষণ করছেন। হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয় সাত লক্ষ টাকার কিছু বেশি।