Web Analytics

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে র‍্যাব-১৩ একটি অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভেলাবাড়ীর সমীর উদ্দিনের স্ত্রী আয়না বেগমকে আটক করা হয়। তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৩১১ বোতল এসকাফ, ৯৮ বোতল ফেনসিডিল ও ১৩৩ বোতল ফেয়ারডিলসহ মোট ৫৪২ বোতল মাদক উদ্ধার করা হয়।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, এ অভিযান গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়। শুক্রবার সকালে আয়না বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই অভিযান উত্তরাঞ্চলে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে র‍্যাবের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!