লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে র্যাব-১৩ একটি অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভেলাবাড়ীর সমীর উদ্দিনের স্ত্রী আয়না বেগমকে আটক করা হয়। তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৩১১ বোতল এসকাফ, ৯৮ বোতল ফেনসিডিল ও ১৩৩ বোতল ফেয়ারডিলসহ মোট ৫৪২ বোতল মাদক উদ্ধার করা হয়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, এ অভিযান গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়। শুক্রবার সকালে আয়না বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযান উত্তরাঞ্চলে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে র্যাবের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে।
লালমনিরহাটে র্যাব-১৩ এর অভিযানে ৫৪২ বোতল মাদকসহ নারী গ্রেপ্তার