Web Analytics

মোংলা কোস্ট গার্ড সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটক অপহরণের ঘটনায় বনদস্যু বাহিনী প্রধান মাসুম মৃধা (২৩) ও তার সহযোগী ইফাজ ফকিরকে (২৫) আটক করেছে। ৭ জানুয়ারি খুলনার তেরোখাদা থানার ধানখালী সংলগ্ন এলাকা থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাসুমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও অপহৃতদের মালামাল উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ২ জানুয়ারি গোলকানন রিসোর্ট থেকে কানুরখাল এলাকায় নৌভ্রমণের সময় মাসুম বাহিনী রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি জানালে কোস্ট গার্ড গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিনান্সিয়াল ট্রেসিংয়ের মাধ্যমে ৪৮ ঘণ্টার অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করে।

সুন্দরবন, দাকোপ ও খুলনার বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!