মোংলা কোস্ট গার্ড সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটক অপহরণের ঘটনায় বনদস্যু বাহিনী প্রধান মাসুম মৃধা (২৩) ও তার সহযোগী ইফাজ ফকিরকে (২৫) আটক করেছে। ৭ জানুয়ারি খুলনার তেরোখাদা থানার ধানখালী সংলগ্ন এলাকা থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাসুমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও অপহৃতদের মালামাল উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ২ জানুয়ারি গোলকানন রিসোর্ট থেকে কানুরখাল এলাকায় নৌভ্রমণের সময় মাসুম বাহিনী রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি জানালে কোস্ট গার্ড গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিনান্সিয়াল ট্রেসিংয়ের মাধ্যমে ৪৮ ঘণ্টার অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করে।
সুন্দরবন, দাকোপ ও খুলনার বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।
সুন্দরবনে রিসোর্ট মালিক ও পর্যটক অপহরণে জড়িত বনদস্যু প্রধান গ্রেপ্তার