রোববার সকালে মিয়ানমারের মধ্যাঞ্চলের ছোট শহর মেইকটিলার কাছে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে। গত ২৮ মার্চে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারে যখন ত্রাণ তৎপরতা চলছে তার মধ্যেই এই ভূমিকম্পটি আঘাত হানলো। ২৮ মার্চের ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন নিহত এবং ৫ হাজার ১৮ জন আহত হয়েছেন বলে মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।