ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জের বাঁশতলা সীমান্তে ৪ হিজড়াকে আটক করেছে বিজিবি। তারা হলেন- জাহেদুল ইসলাম (১৯), রেজা আহমেদ (২০), মোসকান আক্তার (২০) এবং রনি হাসান (২৫)। পুলিশ সূত্র জানায়, বুধবার ভোর ৩টার দিকে ভারতে অনুপ্রবেশকালে বাঁশতলা সীমান্তের জিরো পয়েন্ট থেকে তাদের আটক করে বিজিবি। পরে বুধবার সকালে আটককৃতদের দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, আটককৃত ৪ হিজড়ার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে বুধবার দুপুরে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়েছে।