নিখিল হাওলাদার নামে এক জেলে শনিবার জানান, পটুয়াখালীর চরমোন্তাজ ইউনিয়নের সাগর মোহনায় মাছ ধরতে হলে স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম মুন্সিকে চাঁদা দিতে হয়। নজরুলের দলবলের বিরুদ্ধে চাঁদা দাবির পাশাপাশি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন নিখিল। সংবাদ সম্মেলনে জানান, একপর্যায়ে চাঁদা দিতে অস্বীকার করলে ট্রলার নিয়ে যায়। এ নিয়ে স্থানীয়দের কাছে বিচার দেওয়ার ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হয়। পরে নজরুলের দলবল মিলে এসে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। যদিও এ অভিযোগ অভিযুক্ত অস্বীকার করেছেন।