Web Analytics

হবিগঞ্জের বাহুবল উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড় কাঁপানো ঠান্ডা ও টানা কয়েক দিনের শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনমজুর, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। কৃষকেরা জমি চাষ করতে পারছেন না, গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে এলাকা, ফলে সড়ক-মহাসড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত দুই দিন সূর্যের দেখা না মেলায় শ্রমজীবী মানুষ কাজে বের হতে পারছেন না।

এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশু ও বৃদ্ধরা সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন। গত এক সপ্তাহে এসব রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকেই ভর্তি হয়েছেন, যাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে আছেন। স্বেচ্ছাসেবী সংগঠন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

Card image

Related Rumors

logo
No data found yet!