যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তাদের অবস্থান শনাক্তে সহায়ক ‘আইসব্লক’ অ্যাপ নিয়ে সংবাদ প্রকাশ করায় সিএনএনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। অভ্যন্তরীণ নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়েম বলেন, বিচার বিভাগের সঙ্গে মামলা করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সিএনএন দাবি অস্বীকার করে বলেছে, অ্যাপটির অস্তিত্ব নিয়ে সংবাদ প্রকাশ কোনোভাবেই বেআইনি নয়। অ্যাপ নির্মাতা জশুয়া অ্যারন বলেন, এটি তার ‘প্রতিবাদের ভাষা’। তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির আওতায় গণহারে দেশছাড়া করার প্রচেষ্টাকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেন।