গণহত্যার বিচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামী ২৫ এপ্রিল শাহবাগে শহিদি সমাবেশে করবে ইনকিলাব মঞ্চ। তার আগে এই দুই দফা দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে সংগঠনটি। এক ফেসবুক পোস্টে মুখপাত্র শরীফ ওসমান হাদী জানান, খাওয়া দাওয়া ও ঘুমের রুটিন ভেঙে গত সাতদিন ধরে গণহত্যার বিচারের দাবিতে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। তিনি বলেন, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও খুলনার জনসংযোগ শেষ করে শনিবারের মার্চ ফর গাজা’য় যোগ দিতে খুলনা থেকে ঢাকায় রওনা করেছি। ১৪ তারিখ বিকালে আমাদের বৈশাখী র্যালি। র্যালি শেষ করেই রওনা করতে হবে রংপুর ও রাজশাহীর জনসংযোগে। এরপর ঢাকায় ফিরে ২৫ এপ্রিলের শহিদি সমাবেশের আগের সপ্তাহটা সারা ঢাকা চষে বেড়াতে হবে আমাদের। প্রতিটা বিভাগে শহীদদের কবর জিয়ারত করছেন বলেও জানান।