Web Analytics

গণহত্যার বিচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামী ২৫ এপ্রিল শাহবাগে শহিদি সমাবেশে করবে ইনকিলাব মঞ্চ। তার আগে এই দুই দফা দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে সংগঠনটি। এক ফেসবুক পোস্টে মুখপাত্র শরীফ ওসমান হাদী জানান, খাওয়া দাওয়া ও ঘুমের রুটিন ভেঙে গত সাতদিন ধরে গণহত্যার বিচারের দাবিতে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। তিনি বলেন, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও খুলনার জনসংযোগ শেষ করে শনিবারের মার্চ ফর গাজা’য় যোগ দিতে খুলনা থেকে ঢাকায় রওনা করেছি। ১৪ তারিখ বিকালে আমাদের বৈশাখী র‍্যালি। র‍্যালি শেষ করেই রওনা করতে হবে রংপুর ও রাজশাহীর জনসংযোগে। এরপর ঢাকায় ফিরে ২৫ এপ্রিলের শহিদি সমাবেশের আগের সপ্তাহটা সারা ঢাকা চষে বেড়াতে হবে আমাদের। প্রতিটা বিভাগে শহীদদের কবর জিয়ারত করছেন বলেও জানান।

Card image

Related Memes

logo
No data found yet!