জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার আইজিপি স্বাক্ষরিত এক আদেশে তাকে দায়িত্ব হস্তান্তর করে আগামীকাল মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে বলা হয়েছে। সম্প্রতি কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ উঠে পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়। প্রসঙ্গত, জিএমপি কমিশনার পদে নিয়োগ পান গত বছরের ১১ নভেম্বর। এ ছাড়াও গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।