Web Analytics

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে দুষ্কৃতিকারীরা লাঠিসোটা ও চাকু দিয়ে হাসনাত আব্দুল্লাহ ও তার সঙ্গে থাকা মাঈনউদ্দীন নামে এক যুবকের ওপর অতর্কিত হামলা চালায়, এতে তারা মারাত্মকভাবে আহত হন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের ওপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা জাতির জন্য অশনি সংকেত। রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে সহিংসতা ও সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় না আনলে দেশের নির্বাচনি পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান এবং ভবিষ্যতে যেন এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!