নাশকতার দুই মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা বিএনপির ৩৯১ জন নেতাকর্মী। জানা যায়, ২০১৪ সালের ১ অক্টোবর হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতির ওপর আঘাত আনার প্রতিবাদে আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অ্যাডভোকেট সৈয়দ সাবুসহ আটজনকে আটক করে। ওই ঘটনায় পুলিশ মামলা করে। ঝিকরগাছার পৃথক আরেকটি মামলা হয়েছিল ২০১৩ সালে। এই দুই মামলার রায় হয়েছে।