নাশকতার দুই মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ যশোর জেলা বিএনপির ৩৯১ জন নেতাকর্মী। জানা যায়, ২০১৪ সালের ১ অক্টোবর হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতির ওপর আঘাত আনার প্রতিবাদে আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অ্যাডভোকেট সৈয়দ সাবুসহ আটজনকে আটক করে। ওই ঘটনায় পুলিশ মামলা করে। ঝিকরগাছার পৃথক আরেকটি মামলা হয়েছিল ২০১৩ সালে। এই দুই মামলার রায় হয়েছে।
নাশকতা মামলা থেকে কেন্দ্রীয় নেতা অমিতসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস