Web Analytics

২০২৫–২৬ অর্থবছরের আগস্ট থেকে টানা চার মাস ধরে বাংলাদেশের রপ্তানি আয় কমছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, নভেম্বরে রপ্তানি আয় গত বছরের তুলনায় ৫ দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে। তবে জুলাই–নভেম্বর সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ২০ দশমিক ০২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় সামান্য ০ দশমিক ৬২ শতাংশ বেশি।

তৈরি পোশাক খাত এখনো শীর্ষ অবস্থানে থাকলেও নভেম্বরে এ খাতে রপ্তানি ৫ শতাংশ কমে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলারে নেমেছে। ইউরোপীয় ইউনিয়নে চীন ও ভারতের আগ্রাসী রপ্তানি এবং যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্কের কারণে বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক চাহিদা হ্রাস, উচ্চ সুদহার ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কারণে সরকারের নির্ধারিত ৬৩ বিলিয়ন ডলারের বার্ষিক রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন এখন কঠিন হয়ে পড়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!