Web Analytics

২০২৫–২৬ অর্থবছরের আগস্ট থেকে টানা চার মাস ধরে বাংলাদেশের রপ্তানি আয় কমছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, নভেম্বরে রপ্তানি আয় গত বছরের তুলনায় ৫ দশমিক ৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে। তবে জুলাই–নভেম্বর সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ২০ দশমিক ০২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় সামান্য ০ দশমিক ৬২ শতাংশ বেশি।

তৈরি পোশাক খাত এখনো শীর্ষ অবস্থানে থাকলেও নভেম্বরে এ খাতে রপ্তানি ৫ শতাংশ কমে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলারে নেমেছে। ইউরোপীয় ইউনিয়নে চীন ও ভারতের আগ্রাসী রপ্তানি এবং যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্কের কারণে বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক চাহিদা হ্রাস, উচ্চ সুদহার ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কারণে সরকারের নির্ধারিত ৬৩ বিলিয়ন ডলারের বার্ষিক রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন এখন কঠিন হয়ে পড়েছে।

05 Dec 25 1NOJOR.COM

তৈরি পোশাক খাতের দুরবস্থায় টানা চার মাস ধরে বাংলাদেশের রপ্তানি আয় কমছে

Person of Interest

logo
No data found yet!