জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, পুরনো কাঠামোয় নির্বাচন হলে নতুন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন অধরাই থাকবে। রংপুরে এক বক্তব্যে তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি আগের সরকারগুলোর অধীনে পুলিশ ও প্রশাসনের দলীয়করণের সমালোচনা করেন এবং জনসেবার মানোন্নয়নের ওপর জোর দেন। হোসেন বলেন, স্বাস্থ্যসেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানো এবং জনস্বার্থে কাজ করা জনপ্রতিনিধিরাই বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন।