জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, পুরনো কাঠামোয় নির্বাচন হলে নতুন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন অধরাই থাকবে। রংপুরে এক বক্তব্যে তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি আগের সরকারগুলোর অধীনে পুলিশ ও প্রশাসনের দলীয়করণের সমালোচনা করেন এবং জনসেবার মানোন্নয়নের ওপর জোর দেন। হোসেন বলেন, স্বাস্থ্যসেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছানো এবং জনস্বার্থে কাজ করা জনপ্রতিনিধিরাই বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন।
পুরনো নির্বাচন কাঠামো নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে দেবে: আখতার হোসেন