Web Analytics

সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৩ জনই শিশু। বৃহস্পতিবার কালোগি শহরে সংঘটিত এই হামলায় একটি শিশু বিদ্যালয়, একটি হাসপাতাল ও ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্যবস্তু হয়। চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন, এতে আরও ৩৮ জন আহত হয়েছেন।

দক্ষিণ কর্দোফান রাজ্য সরকার হামলাটিকে আরএসএফ-সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের ‘জঘন্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। ইউনিসেফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে শিশুদের অধিকারের ভয়াবহ লঙ্ঘন বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ৫ থেকে ৭ বছর বয়সি অন্তত ১০ জন শিশু রয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধ ইতোমধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৪০ হাজার মানুষ নিহত এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!