ভারতের হরিয়ানার গুরুগ্রাম থেকে পশ্চিমবঙ্গের মালদার ছয়জন মুসলিম শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ। পরিবার ও অধিকারকর্মীদের অভিযোগ, থানায় তাদের দিয়ে জোরপূর্বক কাজ করানো হচ্ছে এবং দিনে মাত্র একবার খাবার দেওয়া হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশইন করা হতে পারে। এ ঘটনায় পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর হস্তক্ষেপের দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ অপবাদে হয়রানি বাড়ছে।