Web Analytics

ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর কয়েকটি বিদেশি অফিস বন্ধের পরিকল্পনা করেছে বলে মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিওএ-এর মূল সংস্থার প্রধান ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ক্যারি লেক ২৫ নভেম্বর কংগ্রেসে পাঠানো এক নোটিশে ছয়টি বিদেশি সংবাদ ব্যুরো ও চারটি মার্কেটিং অফিস বন্ধের কথা উল্লেখ করেছেন। পাকিস্তান, জার্মানি, থাইল্যান্ড ও বতসোয়ানায় অবস্থিত ভিওএ রেডিও স্টেশনগুলোও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে ঠিকাদারদের মাধ্যমে সম্প্রচার চালানো হতে পারে, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো ভিওএ-এর বৈশ্বিক উপস্থিতি কমানো। বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্র-তহবিলপ্রাপ্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কার্যক্রম সীমিত করার প্রশাসনের বৃহত্তর প্রচেষ্টার অংশ।

Card image

Related Rumors

logo
No data found yet!