Web Analytics

ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর কয়েকটি বিদেশি অফিস বন্ধের পরিকল্পনা করেছে বলে মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিওএ-এর মূল সংস্থার প্রধান ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ক্যারি লেক ২৫ নভেম্বর কংগ্রেসে পাঠানো এক নোটিশে ছয়টি বিদেশি সংবাদ ব্যুরো ও চারটি মার্কেটিং অফিস বন্ধের কথা উল্লেখ করেছেন। পাকিস্তান, জার্মানি, থাইল্যান্ড ও বতসোয়ানায় অবস্থিত ভিওএ রেডিও স্টেশনগুলোও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে ঠিকাদারদের মাধ্যমে সম্প্রচার চালানো হতে পারে, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো ভিওএ-এর বৈশ্বিক উপস্থিতি কমানো। বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্র-তহবিলপ্রাপ্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কার্যক্রম সীমিত করার প্রশাসনের বৃহত্তর প্রচেষ্টার অংশ।

05 Dec 25 1NOJOR.COM

পাকিস্তানসহ চার দেশে ভয়েস অব আমেরিকার অফিস বন্ধ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Person of Interest

logo
No data found yet!