টঙ্গীর সাতাইশ এলাকায় ‘বেইস ফ্যাশনস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা আচমকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে গাজীপুরা-সাতাইশ সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। পরে সড়ক থেকে সরিয়ে দিলে বর্তমানে কারখানাটির সামনে অবস্থান করছেন শ্রমিকরা। পুলিশ জানায়, কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করেন। গত ১৮ মে কারখানা কর্তৃপক্ষ এক শ্রমিককে ছাঁটাই করেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয় শ্রমিকরা। এবং সোমবার কর্মবিরতি পালন করেন তারা। পরে কারখানা কর্তৃপক্ষ ওইদিন রাতে কারখানা ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়।