একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের’ অভিযোগে সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৯ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধীর সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী। গত ২৫ ফেব্রুয়ারি মেশকাত চৌধুরীসহ চারজন রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে তারা প্রতিষ্ঠানটিতে চাঁদাবাজি করতে গিয়েছিলেন। উভয়পক্ষই জানান সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রচার করায় গোলাম কিবরিয়া এ নোটিশ পাঠালেন। আইনি নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন- লোটন একরাম, সৌরভ হাবিব, গোলাম রাব্বানী, মেহেদী হাসান শ্যামল, অধ্যাপক কাজী জাহিদ, আব্দুর রহিম, ডা. নাজিব ওয়াদুদ।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।