চট্টগ্রামের হাটহাজারী ফরহাদাবাদ এলাকা থেকে ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলার সহসম্পাদক শিহাব আলী চৌধুরী (২৮) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফরহাদাবাদ ইউনিয়নের গুল মোহাম্মদ চৌধুরী বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের আগে শিহাব তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘জুলাই বিপ্লব’ নিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও কটূক্তি করেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তিনি একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পুলিশ তাকে বুধবার সকালে আদালতে পাঠিয়েছে।