Web Analytics

গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেন, এ হামলা গণতন্ত্র ও নিরাপত্তার বিরুদ্ধে সরাসরি হুমকি। দেশে ভারতপন্থি একটি গোষ্ঠী পলাতক নেত্রীর ইন্ধনে নতুন অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, হামলাকারীরা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু এবং তাদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে। পুলিশের আহত সদস্যদের সুস্থতা কামনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে এবং সরকারকে নিরপেক্ষ, শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তিনি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ ও ইসলামপ্রিয় জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!