বাংলাদেশের সরকারি কর্মচারীরা নবম পে-কমিশনের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ অর্থ উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়ে ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি ও জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের দাবি জানিয়েছে। অন্যথায় ১০ জানুয়ারি থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। মিনিস্ট্রিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনও এ দাবিতে একাত্মতা প্রকাশ করেছে। নেতারা বলেন, প্রায় এক দশক ধরে একই বেতনে কাজ করলেও জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। তারা বিদ্যমান ২০টি গ্রেড ভেঙে ১০ ধাপে পুনর্গঠন ও ১:৪ অনুপাতে বেতন কাঠামো নির্ধারণের প্রস্তাব দিয়েছেন, যাতে বেতন বৈষম্য কমে। এছাড়া সচিবালয় ভাতা ও রেশন ভাতা চালুর দাবিও জানানো হয়েছে। দীর্ঘসূত্রিতার কারণে কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে বলে সংগঠনগুলোর অভিযোগ।