সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ১ কোটি ৭৫ লাখ টাকার জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩ লাখ টাকা অবরুদ্ধের নির্দেশ দেন বিচারক। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল পৃথক দুটি আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলমের স্থাবর সম্পদ ও কামরুন নাহারের ব্যাংক অর্থ স্থানান্তর বা মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন বলে দুদক জানায়। আদালত শুনানি শেষে আবেদন দুটি মঞ্জুর করেন।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর দুদক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, কামরুন নাহার ৬ কোটি ৮০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং জাহাঙ্গীর আলম অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন।
ঢাকায় সাবেক পিএ জাহাঙ্গীর আলমের জমি ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ