একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বাংলাদেশ বর্ডার গার্ডের সহযোগিতায় আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যারা গত ১১ ও ২০ ফেব্রুয়ারিতে নাফ নদী ও সাগরে মাছ শিকার করতে গেলে ভুলবশত জলসীমা অতিক্রম করলে ৬টি ইঞ্জিনচালিত বোটসহ তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী ও স্বজনরা জেলেদের ফিরিয়ে এনে স্বজনদের কাছে দেওয়ায় বিজিবিসহ সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে জেলেদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসন নাফ নদী ও সাগরে টহল জোরদার করবে এমন কামনা করেন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।