সদ্য এক সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নির্বাচন কমিশনের পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন চান এবং তাতে আন্তরিক। তবে বৈঠকে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। এদিকে লন্ডনে এক বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টা জবাবে বলেছিলেন, প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে।
প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ইসির প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আমরা বলেছি, নির্বাচন কমিশন ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছে: সিইসি