একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ১১ জনের নাম চেয়ে পাঠানো হয়েছে পুরস্কার গ্রহণের জন্য। কিন্তু সাফজয়ী ২৩ ফুটবলার এবং কর্মকর্তা মিলে সংখ্যাটি ৩২! ফলত বিপাকে পড়েছে বাফুফে। এরমধ্যে কোন ১১ জনকে পাঠাবে এই দ্বন্দ্ব সমাধান করতে পারছে না। বাফুফে সাধারণ সম্পাদক এ নিয়ে যোগাযোগ করেছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে। বাফুফে নির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান গত সাফজয়ী দলের প্রধান ছিলেন। তিনি আশা করছেন মন্ত্রণালয় এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান করবেন।