কুষ্টিয়ায় প্রযুক্তি-সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার ৩২ জন সিএসও ও এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালায় কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুরাদ হোসেন এবং বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নারী ও পুরুষ উভয়েই টিএফজিবিভির শিকার হতে পারেন এবং এর প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ জরুরি। পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে টিএফজিবিভি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব। সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখলে দীর্ঘমেয়াদে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে।
কুষ্টিয়ায় প্রযুক্তি-সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা