Web Analytics

কুষ্টিয়ায় প্রযুক্তি-সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার ৩২ জন সিএসও ও এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালায় কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুরাদ হোসেন এবং বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নারী ও পুরুষ উভয়েই টিএফজিবিভির শিকার হতে পারেন এবং এর প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ জরুরি। পরিবার, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে টিএফজিবিভি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব। সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখলে দীর্ঘমেয়াদে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে।

Card image

Related Memes

logo
No data found yet!