Web Analytics

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন নতুন ‘আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫’ জারি করেছে। এতে ২০২৩ সালের পুরনো নীতিমালা বাতিল করা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করার জন্য ৩০ দিনের সময় দেওয়া হবে। আবেদনপত্র ই-মেইল, ফ্যাক্স বা দূতাবাসের মাধ্যমে জমা দেওয়া যাবে। কমিশন যাচাই-বাছাই শেষে তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে, যেখানে ভিসা দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে না, বরং অভিজ্ঞ ও নির্ভরযোগ্য পর্যবেক্ষকদের নিয়োগ দেয়া হবে।

24 Jul 25 1NOJOR.COM

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন নতুন ‘আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫’ জারি করেছে। এতে ২০২৩ সালের পুরনো নীতিমালা বাতিল করা হয়েছে।

Person of Interest

logo
No data found yet!