জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলায় মদদ দেওয়ায় ৯ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের প্রায় এক মাস পেরিয়ে গেলেও কোনো নোটিশ জারি কিংবা চিঠি দেওয়া হয়নি। ২৮৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নোটিশ জারি করলেও শিক্ষকদের ব্যাপারে নিশ্চুপ প্রশাসন। গুঞ্জন উঠেছে, সমঝোতার মাধ্যমে ফের নিজেদের জায়গায় ফিরে আসবেন অভিযুক্ত শিক্ষকেরা। এছাড়া অভিযোগ উঠা আরও ১০ শিক্ষকের বিষয়ের তদন্তেও তেমন অগ্রগতি নেই। তবে প্রশাসন বলছে খুব দ্রুতই অনুমোদিত হবে!