Web Analytics

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রাজধানীর মোহাম্মদপুরে জুলাই বিপ্লবের সময় ফারহান ফাইয়াজ ও মাহমুদুল হাসন সৈকতসহ ৯ জনকে হত্যার ঘটনায় এ পরোয়ানা জারি করা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।

অভিযোগপত্রে বলা হয়, আসামিদের মধ্যে রয়েছেন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এবং নিষিদ্ধ ঘোষিত স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। চারজন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, যারা স্থানীয় ছাত্রলীগের নেতা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনটি অভিযোগ উপস্থাপন করে জানান, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুরে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী নৃশংসতা চালায়, যাতে ৯ জন নিহত ও বহু মানুষ আহত হন।

ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে পলাতক আসামিদের আগামী ২৯ জানুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছে। মামলায় ৫০ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে জানানো হয়েছে।

18 Jan 26 1NOJOR.COM

জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডে তাপস-নানকসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Person of Interest

logo
No data found yet!