রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রাজধানীর মোহাম্মদপুরে জুলাই বিপ্লবের সময় ফারহান ফাইয়াজ ও মাহমুদুল হাসন সৈকতসহ ৯ জনকে হত্যার ঘটনায় এ পরোয়ানা জারি করা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।
অভিযোগপত্রে বলা হয়, আসামিদের মধ্যে রয়েছেন সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এবং নিষিদ্ধ ঘোষিত স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। চারজন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, যারা স্থানীয় ছাত্রলীগের নেতা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনটি অভিযোগ উপস্থাপন করে জানান, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুরে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী নৃশংসতা চালায়, যাতে ৯ জন নিহত ও বহু মানুষ আহত হন।
ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে পলাতক আসামিদের আগামী ২৯ জানুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছে। মামলায় ৫০ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে জানানো হয়েছে।