বাংলাদেশ আম, কাঁঠাল ও আনারসসহ মৌসুমি ফল রফতানি বাড়িয়ে বৈশ্বিক বাজার ধরতে চায়। উৎপাদন বাড়লেও কৃষকরা ন্যায্য দাম ও ফল নষ্টের কারণে সমস্যায় রয়েছেন। সরকারী পদক্ষেপ, পরিবহন ব্যবস্থার উন্নতি ও ‘আম কূটনীতি’র মাধ্যমে চীন, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রফতানি সম্ভাবনা বাড়ছে। দেশীয় ফলের প্রতি ভোক্তার আগ্রহও বাড়ছে। সঠিক সহায়তা পেলে ফল রফতানি থেকে বাংলাদেশ আগামী দিনে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।