তারেক রহমান বলেছেন, শহীদদের আত্মত্যাগ বৃথা না যেতে দিতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে হবে। রাজধানীতে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, মানুষ কখনোই বিদেশে টাকা পাচারের জন্য নয়, বরং অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ভেঙে এখন যে মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে। এখনই সময় শহীদদের ঋণ শোধের এবং ভুল না করে জনগণের সরকার প্রতিষ্ঠার।
জনগণের সরাসরি ভোটে, জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফভিত্তিক গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান