তারেক রহমান বলেছেন, শহীদদের আত্মত্যাগ বৃথা না যেতে দিতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে হবে। রাজধানীতে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, মানুষ কখনোই বিদেশে টাকা পাচারের জন্য নয়, বরং অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ভেঙে এখন যে মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে। এখনই সময় শহীদদের ঋণ শোধের এবং ভুল না করে জনগণের সরকার প্রতিষ্ঠার।